উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল ম্যানসিটি

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। এরপর থেকে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে চলেছে জল্পনা-কল্পনা। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি ম্যাচকে ধরা হচ্ছিল তার শেষ পরীক্ষা। সেখানেও ব্যর্থ স্প্যানিশ কোচ। ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল রিয়াল। তাদের বিপক্ষে ২-১ গোলে জিতে সেরা চারে অবস্থান নিলো ম্যানচেস্টার সিটি।

৬ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে গেল সিটি। আর সমান খেলে দ্বিতীয় হারে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমেছে রিয়াল।এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ। কিন্তু আঙুল ও পেশির চোটের কারণে পুরো সময় বেঞ্চে থাকতে হয়েছে এমবাপেকে। আর হালান্ড তার মতো উড়লেন। ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করলেন ৫১তম।

শুরুতে রিয়াল দাপট দেখানোর আভাস দেয়। তিন মিনিটে তারা পেনাল্টি পেয়েছিল। ভিএআরে সেই সিদ্ধান্ত পাল্টে যায়। বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউল হওয়ায় ফ্রি কিক পায় মাদ্রিদ ক্লাব। সিটির রক্ষণভাগ বিপজ্জনক শট প্রতিহত করে। পরে ভিনিসিয়ুস কয়েকবার আক্রমণ চালালেও লক্ষ্যে শট রাখতে পারেননি।



২৮ মিনিটে রিয়াল এগিয়ে যায়। রদ্রিগোর আড়াআড়ি শট জালে জড়ায়। ৩২ ম্যাচে প্রথম গোল করেন এ ব্রাজিলিয়ান। ম্যানসিটি কর্নার আদায় করে ৩৪ মিনিটে। তাতে সমতা ফেরায় তারা। রায়ান শেরকির ক্রসে জসকো জিভারদিওরের হেড রিয়াল কিপার থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি শটে নিকো ও’রেইলি জাল কাঁপান।

৩৯ মিনিটে হালান্ডকে বক্সের মধ্যে ফাউল করেন আন্তোনিও রুদিগার। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত হয়। হালান্ড বাঁ পায়ের শটে গোলপোস্টের ডান দিক দিয়ে জাল কাঁপান। কোর্তোয়া উল্টো দিকে ঝাঁপ দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে থিবো কোর্তোয়া ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি। ও’রেইলির ফ্রি কিকে হালান্ডের সাইড ফুটের শট ঠেকান বেলজিয়ান কিপার, দ্রুত উঠে শেরকিকেও ফিরিয়ে দেন।

বিরতির পর ফিরে রিয়াল ৫০ মিনিটে সুবর্ণ সুযোগ পায়। ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে রদ্রিগো বল বাড়ান জুড বেলিংহামকে। ইংলিশ মিডফিল্ডার গোলবারের ওপর দিয়ে শট নেন। দুই মিনিট পর একইভাবে সুযোগ নষ্ট করেন রদ্রিগো।

৬২ মিনিটে আবারো দারুণ সেভে সিটিকে ব্যবধান বাড়াতে দেননি কোর্তোয়া। ডকুর বাঁ প্রান্ত থেকে নেওয়া বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। ৮০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নাগালে পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু তার ভলি গোলবারের ওপর দিয়ে যায়।

পাঁচ মিনিট পর বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে এন্দ্রিকের শট ক্রসবারে লেগে রিয়ালকে হতাশ করে। যোগ করা সময়ে সিটির বক্সের ব্যস্ত সময় কাটালেও আর লক্ষ্যে বল রাখতে পারেনি স্বাগতিকরা।

রিয়াল আরও বড় ব্যবধানে হারতো। কিন্তু কোর্তোয়া রক্ষা করেন। পুরো ম্যাচে রিয়াল ১৬ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে সিটির ১২টি শটের ৮টি ছিল লক্ষ্যে।

এদিকে আর্সেনাল ক্লাব ব্রুগের মাঠে ৩-০ গোলে জিতেছে। ৬ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল তারা। ননি মাদুয়েকে দুই অর্ধে করেন জোড়া গোল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আরেক গোলে বড় জয় পায় গানাররা।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অ্যাথলেটিকোর মাঠে হতাশাজনক গোলশূন্য ড্র করেছে। এগিয়ে থেকেও শেষ দিকে গোল খেয়ে বেয়ার লেভারকুসেনের মাঠে ২-২ গোলে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড। বেনফিকার মাঠে ২-০ গোলে হেরেছে নাপোলি। জুভেন্টাস একই ব্যবধানে জিতেছে পাফোসের বিপক্ষে। ২-২ গোলে ড্র হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও বোদো/গ্লিমটের ম্যাচ।

এমআর

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি Dec 15, 2025
ন্যাটোতে যোগদানের আশা ত্যাগ করলো ইউক্রেন Dec 15, 2025
স্বৈরশাসনের অন্যায় সংস্কৃতি ভাঙার আহ্বান তারেক রহমানের Dec 15, 2025
উপ-উপাচার্যের মন্তব্য ঘিরে প্রশাসনিক ভবনে তালা- যা বললেন চবি ছাত্রদল নেতা Dec 15, 2025
উপ-উপাচার্যের মন্তব্য ঘিরে প্রশাসনিক ভবনে তালা- যা বললেন চবি ছাত্রদল নেতা Dec 15, 2025
দফায় দফায় দুটি ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলেন সাদিক কায়েমরা! Dec 15, 2025
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে যা বললেন মঞ্জু Dec 15, 2025
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে যা বললেন মঞ্জু Dec 15, 2025
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে যা বললেন মঞ্জু Dec 15, 2025
img
কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে : দর্শনা Dec 15, 2025
img
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না : নাহিদ ইসলাম Dec 15, 2025
img
৫০০ কোটির ক্লাবে 'ধুরন্ধর' Dec 15, 2025
img
ওসমান হাদির অবস্থা ‘ভেরি ফেভারেবল’ মন্তব্য চিকিৎসকের Dec 15, 2025
img
৪ বছরের দাম্পত্যে অঙ্কিতা-ভিকির ভালোবাসার বার্তা Dec 15, 2025
img
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে Dec 15, 2025
img
দিনে কতক্ষণ কাজ করেন অমিতাভ? Dec 15, 2025
img
সিঙ্গাপুরে অবতরণ করল হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স Dec 15, 2025
img
মরক্কোয় আকস্মিক বন্যা, ৩৭ জনের প্রাণহানি! Dec 15, 2025
img
সবাই আমাদের সঙ্গে নাটক করতেছে : মাহফুজ আলম Dec 15, 2025
img
হাদির ঘটনায় প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জনের রিমান্ড আবেদন Dec 15, 2025