চার মাসের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ নারী ফুটবল দল। গত আগস্টে ২৪ ধাপ এগানো ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা ফিফা র্যাংকিংয়ে এবার পিছিয়েছে ৮ ধাপ।
তাতে আজ ফিফার প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১১২ নম্বরে। আগে ছিল ১০৪ নম্বর।
বাংলাদেশের নতুন রেটিং পয়েন্ট ১১৬৭.৬১১।
অবনতির পেছনে বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স দায়ী। গত ৪ মাসে চার ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের বিপরীতে আজারবাইজানের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।
এর আগে গত অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলের তিক্ত স্বাদ পান ঋতুপর্ণারা।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে ভারত-নেপাল। ৬৭ নম্বন নিয়ে শীর্ষে থাকা ভারতের বিপরীতে নেপাল আছে ৮৯ নম্বরে। অন্যদিকে এশিয়ার মধ্যে শীর্ষে আছে ৮ নম্বরে থাকা জাপান।
সবমিলিয়ে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে আছে স্পেন।
টিকে/