শামসুজ্জামান দুদু

চারদিকে হানাদার ও শত্রু, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের চারদিকে হানাদার ও শত্রুর উপস্থিতি দেখা যাচ্ছে। এ অবস্থায় দেশকে রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের আদর্শ। তারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন। তাই বাংলাদেশকে কেউ পরাধীন রাখতে পারবে না, যদি আমরা সবাই এক থাকি।

তিনি আরও বলেন, আল্লাহর নেয়ামত ছাড়া রক্ষা পাওয়া যায় না। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নেত্রী খালেদা জিয়ার পাশে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তিনি অসুস্থ হলে মানুষ বলে বাংলাদেশ অসুস্থ। তিনি হাসলে মানুষ মনে করে গণতন্ত্র হাসে, স্বাধীনতা উজ্জীবিত হয়। তাই দেশনেত্রীর সুস্থতা জরুরি।

দুদুর দাবি, খালেদা জিয়াকে রক্ষা করাই গণতন্ত্র রক্ষার পথ। বিএনপির এই নেতা বলেন, তাকে যদি সুস্থ করা যায়, বাংলাদেশও সুস্থ হবে। তার জীবন গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সভায় তিনি দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। অথচ তিনি এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার (খালেদা জিয়ার) যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ, যা কোনো সভ্য সমাজেই কাম্য নয়।

খালেদা জিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। সাবেক সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা- এত সম্মানের কথা বলে শেষ করা যায় না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, খালেদা জিয়া নির্বাচনে যেখানেই দাঁড়িয়েছেন, জনগণ তাকে সমর্থন দিয়েছে। তিনি কখনো পরাজিত হননি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত Dec 17, 2025
img
’৭১ ও ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু Dec 17, 2025
img
ছেঁড়া বা নষ্ট নোট নিতে অনীহা দেখালেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক Dec 17, 2025
img
আজ নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন Dec 17, 2025
img
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Dec 17, 2025
img
খুশির খবরে মুস্তাফিজ ‘ট্রিট’ দিবেন কি না সংশয়ে শান্ত Dec 17, 2025
img
কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত : জিল্লুর রহমান Dec 17, 2025
img
এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই এর নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ Dec 17, 2025
img
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার Dec 17, 2025
img
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল Dec 17, 2025
img
আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে তিন ভাষায় Dec 17, 2025
img
ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোদি Dec 17, 2025
img
‘বর্ডার ২’ তে বরুণ থেকে দিলজিৎ, পাচ্ছেন কত পারিশ্রমিক? Dec 17, 2025
img
এক লাফে বেড়েছে জ্বালানি তেলের দাম Dec 17, 2025
img
ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন Dec 17, 2025
img
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী Dec 17, 2025
img
‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’! Dec 17, 2025
img
১৫ বছর পর ফের একসঙ্গে কমেডি মুভিতে অক্ষয় ও আনীস Dec 17, 2025
img
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল: প্রধান উপদেষ্টা Dec 17, 2025
img
রজনীকান্তের 'জেলার-২' তে যুক্ত হচ্ছে নোরা ফাতেহি Dec 17, 2025