যুব ওয়ানডে অভিষেকেই রেকর্ডের পাতায় নাম লেখালেন সামির মিনহাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান।
দুবাইয়ে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ৩০ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন সামির।
সঙ্গী আহমেদ হুসাইনকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন রেকর্ড ২৯৩ রানের জুটি। সামির খেলেন ১৪৮ বলে অপরাজিত ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১ চার ও ৮ ছক্কা।
এই ইনিংসটি যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এতদিন রেকর্ডটি ছিল শাহজাইব খানের দখলে গত বছর একই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে করেছিলেন ১৫৯ রান।
শুধু তাই নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন সামিরের। কিছুক্ষণ আগেই একই ভেন্যুতে ১৭১ রান করা ভারতের বৈভব সূর্যবংশীকেও পেছনে ফেলেছেন তিনি।
সামিরের সঙ্গী আহমেদ হুসাইনও ছিলেন সমান উজ্জ্বল। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি।
তাদের ২৯৩ রানের জুটি যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনো আছে ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছিলেন ৩০৩ রান।
নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩ উইকেটে ৩৪৫ রান। জবাবে বোলারদের দাপটে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।
ফলে ২৯৭ রানের বিশাল জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সামির মিনহাসের হাতেই।
উল্লেখ্য, সামির মিনহাস পাকিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা স্পিনার আরাফাত মিনহাসের ছোট ভাই।
আরপি/টিকে