বলিউডের সুমিষ্ট কণ্ঠের গায়িকা এবং বিশিষ্ট সমাজসেবী পলক মুচ্ছল, যিনি কেবল তাঁর গানের জন্যই নন, হাজার হাজার অসুস্থ শিশুর জীবন বাঁচানোর (হার্ট সার্জারির মাধ্যমে) জন্যও পরিচিত, সম্প্রতি সুখের এক অনন্য সংজ্ঞা তুলে ধরলেন। তিনি মনে করেন, দেওয়ায় যে আনন্দ, তা পাওয়ার মধ্যে নেই।
পলক বলেন, "যখন কারও মুখে হাসি ফুটে ওঠে, আর জানতে পারেন সেই হাসির কারণ আপনি, এর থেকে বেশি সুখ আর কিছুতে নেই।"
এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ব্যক্তিগত অর্জন, খ্যাতি বা অর্থের চেয়েও অন্যের উপকারে আসার আনন্দ অনেক বেশি। নিজের কাজের মাধ্যমে অন্যের জীবনে আনন্দ নিয়ে আসা বা কারোর মুখে হাসি ফোটানোর মধ্যেই তিনি জীবনের পরম সার্থকতা খুঁজে পান। গায়িকার এই মানবিক দর্শন প্রমাণ করে যে, তিনি শুধু একজন সুকণ্ঠী শিল্পীই নন, বরং একজন বিশাল হৃদয়ের মানুষও বটে।
আইকে/টিএ