বলিউডের সুপরিচিত অভিনেতা অক্ষয় খন্না সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের কিছু অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসার বা বিয়ের চাপ কখনোই তার জীবনের মূল বিষয় ছিল না। অক্ষয় বলেন, “সংসার করার চেয়ে নিজেকে বোঝা আমার কাছে বেশি জরুরি। একাকীত্ব আমাকে ভয় দেখায় না। নিজের সঙ্গ আমি ভালই উপভোগ করি।”
এই মন্তব্যের মাধ্যমে অভিনেতা স্পষ্ট করেছেন যে, তিনি কাউকে চাপে রেখেই বিয়ে করতে চান না। বরং নিজের ইচ্ছা, দায়িত্ববোধ এবং মানসিক স্বচ্ছন্দতাকে প্রাধান্য দেন। অক্ষয়ের এই বক্তব্য সমসাময়িক প্রেক্ষাপটে আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার বার্তা বহন করছে।
বিগত বছরগুলোতে অক্ষয় খন্না চলচ্চিত্র জগতে নানা রূপে সমাদৃত হলেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময়ই সংযমী ছিলেন। এই মাধুর্যপূর্ণ মন্তব্যটি তার ভক্ত এবং মিডিয়া উভয়কেই নতুন দিক থেকে তার ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করিয়েছে।
টিজে/টিকে