ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিগে দুই ম্যাচ পর জয় পাওয়া লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার একিটিকে। আর এই দুই গোলের একটিতে সহায়তা করেই রেকর্ড গড়েছেন মিশরীয় তারকা সালাহ।
প্রতিপক্ষের ভুলে মাত্র ৪৬ সেকেন্ডেই গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের ডি-বক্সের পাশে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ব্রাইটনের ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় জো গোমেজের কাছে। তার হেড পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন একিটিকে।
৬০ মিনিটের একিটিকের করা দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ। কর্নার থেকে বল পেয়ে ক্রস বাড়িয়েছিলেন সালাহ, খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই স্ট্রাইকার। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ।
আর এই গোলে সহায়তা করেই নতুন রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করা সালাহ ভেঙেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি। ম্যান ইউর হয়ে ২৭৬ গোলে অবদান রেখেছিলেন তিনি। যেখানে ১৮৩টি গোল ও ৯৩টি অ্যাসিস্ট ছিল।
এদিকে রাতের আরেক ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে গোল করেছেন পালমার ও গুস্তো। এই জয়ে টেবিলের চারে উঠে এসেছে চেলসি। আর নাটকীয় ম্যাচে ওলভসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্সেনাল ।
এমআর/টিকে