আসরের শুরুর দিকে পরপর দুই ম্যাচে ফিফটির পর আর ভালো করতে পারছিলেন না লিজেল লি। সেই হতাশা তিনি ঘুচিয়ে দিলেন সবচেয়ে বড় ম্যাচে। তার বিধ্বংসী ইনিংসে দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে প্রথমবারের মতো উইমেন’স বিগ ব্যাশের শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স।
একাদশ আসরের ফাইনালে পার্থ স্কচার্সকে ৮ উইকেটে হারিয়েছে হারিকেন্স।
হোবার্টের ঘরের মাঠ বেলেরিভ ওভালে শনিবার ২০ ওভারে স্কচার্স করতে পারে ৫ উইকেটে ১৩৭ রান। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সোফি ডিভাইন। হারিকেন্স লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঁচ ওভার বাকি থাকতেই।
৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালের সেরা লি। ১০ চার ও ৪ ছক্কায় গড়া দক্ষিণ আফ্রিকান ওপেনারের ইনিংসটি। উইমেন’স বিগ ব্যাশের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। মেলবোর্ন রেনিগেডসের শিরোপা জয়ের পথে গত আসরের ফাইনালে হেইলি ম্যাথিউসের ৬৯ ছিল আগের রেকর্ড।
এই স্কচার্সের বিপক্ষেই গত আসরের এক ম্যাচে ১২ চার ও ১২ ছক্কায় ৭৫ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন লি।
এই বছরের শুরুতে ১৪ মৌসুমের মধ্যে প্রথমবার ছেলেদের বিগ ব্যাশের শিরোপা জিতেছিল হোবার্ট হারিকেন্স, বছরের শেষে ১১ মৌসুমের মধ্যে প্রথমবার মেয়েদের বিগ ব্যাশেও চ্যাম্পিয়ন হলো হারিকেন্স।
ছেলেদের বিগ ব্যাশে শিরোপাজয়ী দলের হয়ে রোববার শুরু হতে যাওয়া এবারের আসরে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন।
এমআর/টিকে