ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি, পুলিশ ও ইমিগ্রেশন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার এলাকায় নির্বাচনী প্রচারের সময় হামলাকারীরা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন শরিফ ওসমান হাদি।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমিগ্রেশন এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন রুটে যাতে কোনোভাবে ভারতে ঢুকতে না পারে সে বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।
উল্লেখ্য, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুটে ভারতে পালানো চেষ্টা করে থাকে অপরাধীরা। গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত পথ ও ইমিগ্রেশন থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে।
টিজে/টিকে