সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার কথাই তুলে ধরলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। নিজের ভাবনায় তিনি স্পষ্ট করে জানালেন, পর্দার এই রঙিন জগতে যা কিছু দেখা যায়, তার সবটাই সত্যি নয়। লাইকের সংখ্যা, প্রশংসার বন্যা কিংবা সাজানো হাসির ছবি সবকিছুর বাইরে রয়েছে এক নিঃশব্দ বাস্তব জীবন, যেখানে সত্যিকারের সম্পর্কের মানে অন্যরকম।
কনীনিকার কথায় উঠে এসেছে, জীবনের প্রকৃত মানুষ সেই কয়েকজনই, যারা বাড়ির চার দেয়ালের মধ্যে দিনের পর দিন পাশে থাকেন। যারা একঘণ্টা ধরে কারও বকবক শোনেন, আনন্দের পাশাপাশি বিরক্তিও ভাগ করে নেন, তাঁরাই আসলে জীবনের সবচেয়ে আপন। সোশ্যাল মিডিয়ার বাহ্যিক চাকচিক্য নয়, বরং নির্ভরতা, ধৈর্য আর নিঃশর্ত সঙ্গই জীবনের আসল শক্তি এমন বিশ্বাসই প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে।
অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না কনীনিকাকে। তাই সোশ্যাল মিডিয়া আর বাস্তব জীবনের ফারাক নিয়ে তাঁর এই খোলামেলা মন্তব্য নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের। বিনোদন জগতের আলো-আঁধারির মাঝেও যে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি, সেই কথাই যেন মনে করিয়ে দিলেন তিনি।
আরপি/টিকে