ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য তুলে ধরেন।
ফাতিমা তাসনিম লিখেছেন, যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে, তার সব তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।
তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা।
ইনকিলাব মঞ্চের এই নেত্রী লিখেছেন, এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনও অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।
সবশেষে তিনি লিখেছেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা। কিন্তু সেটা বেশিক্ষণ পারব না।
টিজে/টিকে