জীবনের সম্পর্কগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। খুব সহজ অথচ গভীর এক উপলব্ধির কথা ভাগ করে নিয়ে তিনি জানালেন, জীবনে মানুষের সংখ্যা অনেক হলেও সবাইকে ‘বন্ধু’ বলা যায় না। বন্ধুত্ব শব্দটির মানে এবং গুরুত্ব এতটাই গভীর যে তা সকলের ক্ষেত্রে খাটে না।
পরমব্রতের কথায় উঠে এসেছে, পরিচিতি আর বন্ধুত্ব এক নয়। প্রতিদিন যাঁদের সঙ্গে দেখা হয়, কথা হয় কিংবা কাজের সূত্রে যাঁরা কাছাকাছি থাকেন, তাঁদের সবাইকে বন্ধু বলা সম্ভব নয়। বন্ধুত্বের জন্য প্রয়োজন বিশ্বাস, বোঝাপড়া এবং নিঃশর্ত গ্রহণযোগ্যতা। সেই জায়গায় পৌঁছনো সকলের সঙ্গে হয় না, আর হওয়াটাও স্বাভাবিক নয় বলেই মনে করেন তিনি।
অভিনেতার মতে, বন্ধুত্ব কোনও সামাজিক বাধ্যবাধকতা নয়, বরং তা একান্ত অনুভবের বিষয়। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ আসে, কেউ থেকে যায়, কেউ আবার হারিয়ে যায়। কিন্তু যাঁরা সত্যিকারের বন্ধু, তাঁরা সংখ্যায় কম হলেও জীবনে তাঁদের গুরুত্ব অপরিসীম। সেই সম্পর্ক সময়, পরিস্থিতি বা দূরত্বে বদলায় না।
বরাবরই নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে দেখা যায় পরমব্রতকে। কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর এই মন্তব্য অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করেছে। বন্ধুত্বের সংজ্ঞা যে এত সহজ নয়, বরং গভীর ও নির্বাচিত সেই কথাই যেন মনে করিয়ে দিলেন তিনি।
আরপি/টিকে