একদিকে ক্যামেরার সামনে টানা শুটিং, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি দুই ব্যস্ততার মাঝেই দিন কাটছে অভিনেত্রী মধুমিতা সরকারের। টেলিভিশনের ধারাবাহিকের কাজের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘অটবী’-র শুটিং। সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। কাজের চাপ থাকলেও বছরের শেষ ভাগে অভিনেত্রীর জীবনে যে একের পর এক পরিবর্তন আসছে, তা স্পষ্ট।
এই ব্যস্ত সময়ের মাঝেই ধীরে ধীরে এগোচ্ছে বিয়ের পরিকল্পনা। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নিজের বিশেষ দিনটি কেমন হবে, তা নাকি আগেভাগেই ভেবে রেখেছেন মধুমিতা। শোনা যাচ্ছে, বিয়ের দিন তিনি চিরাচরিত লাল শাড়িতেই সাজতে চান। লাল বেনারসিতে নিজেকে কনের সাজে দেখার ইচ্ছা বহুদিনের। তবে বিয়ের পরের অনুষ্ঠানে কোন পোশাক পরবেন, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে। সময় পেলেই কেনাকাটায় বেরিয়ে পড়ছেন অভিনেত্রী।
শুটিংয়ের ফাঁকে ফাঁকেই নাকি পারিবারিক আচার-অনুষ্ঠানেও মন দিচ্ছেন মধুমিতা। প্রিয়জনদের সঙ্গে আইবুড়োভাত খাওয়ার পরিকল্পনাও রয়েছে। পছন্দের তালিকায় রয়েছে ভেটকি পাতুরি, বিরিয়ানি আর পোলাও। বাঙালি খাবারের প্রতি তাঁর আলাদা টান থাকায় বিয়ের ভোজেও থাকবে পরিচিত স্বাদের আয়োজন।
উল্লেখ্য, গত বছরের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা। তারপর থেকেই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ঝলক বারবার ধরা পড়েছে সমাজমাধ্যমে। দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তের কথা অভিনেত্রী আগেই জানিয়েছিলেন। যদিও নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা জোরাল। ভেন্যু পাওয়া এবং পারিবারিক সিদ্ধান্তের উপরই নাকি সবকিছু নির্ভর করছে।
সব মিলিয়ে কাজ আর ব্যক্তিগত জীবনের নতুন সূচনার মাঝে দাঁড়িয়ে মধুমিতা সরকার। শুটিং ফ্লোর থেকে বিয়ের মণ্ডপ দুই দুনিয়ার প্রস্তুতিই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন তিনি।
আরপি/টিকে