নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় দাবি-আপত্তি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ উঠেছে। আগামীকাল (সোমবার) ‘আম জনতার দল’-এর বিরুদ্ধে আসা আপত্তি নিষ্পত্তিতে ইসি ত্বরিৎ শুনানির আয়োজন করলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ আরেক দল ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’র ক্ষেত্রে নেওয়া হচ্ছে ভিন্ন কৌশল। 

দলটির বিষয়ে আসা আপত্তি বিধিমোতাবেক নিষ্পত্তি না করে কমিশন উল্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করছে, যা আইনানুগ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবির আম জনতার দলের বিরুদ্ধে আপত্তি জানানো মো. শফিকুল ইসলামকে শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দিয়েছেন।

চিঠিতে জানানো হয়, আপনি আমজনতার দল নামীয় দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে গত ৯ ডিসেম্বর ১টি আপত্তি দাখিল করেন। আপনার দাখিলকৃত আপত্তির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শুনানি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এই অবস্থায়, আপনার দাখিলকৃত আপত্তির পরিপ্রেক্ষিতে আমজনতার দল নামীয় দলটির নিবন্ধনের বিষয়ে দরখাস্তকারী ও আপত্তিকারীর সমন্বয়ে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুনানি গ্রহণ করা হবে। শুনানিতে প্রয়োজনীয় দলিলাদিসহ উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আপনার পক্ষ থেকে আইনজীবীসহ সর্বোচ্চ ৫ জন উপস্থিত থাকতে পারবেন।

নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) আম জনতার দলের দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণ করবেন নির্বাচন কমিশন। দলটির বিষয়ে দুটি আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। আমরা আপত্তি জানানো দুই ব্যক্তিকে শুনানিতে অংশ নেওয়ার জন্য চিঠি দিয়েছি। তারা চাইলে আইনজীবীও আনতে পারেন বলে জানান তিনি।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যাচাই-বাছাইয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও দাবি-আপত্তির কারণে নিবন্ধন প্রক্রিয়ায় আটকে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টির। ইসির গণবিজ্ঞপ্তির পর দলটির বিষয়ে একাধিক দাবি-আপত্তি জমা পড়ে। তবে এসব দাবি-আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো আগ্রহ দেখাচ্ছে না, বরং আইন বহির্ভূতভাবে বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চেয়েছে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে কঠোর তদন্ত করেছ বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্টরা।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় দাবি-আপত্তি নিষ্পত্তির পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এক্ষেত্রে স্বরাষ্ট্রের মুখাপেক্ষী হওয়া আইন সম্মত নয় বলেই মত ইসির সংশ্লিষ্টদের। 

বিধিমালার ৭ এর বিধি ৩-এর উপ-বিধি (২) অনুযায়ী, বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি পাওয়া গেলে কমিশন দরখাস্তকারী দল ও আপত্তিকারী উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে আবেদনটি মঞ্জুর বা নামঞ্জুর করতে পারবে। কিন্তু নাসির উদ্দিন কমিশন বিধিমালার এই ধারাগুলো অনুসরণ না করে উল্টো বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করছে। এখন স্বরাষ্ট্রের মতামতের উপর এই দলের ভাগ্য নির্ধারণ করছে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সৌদিতে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো হলো ১২,৩৬৫ জনকে Dec 15, 2025
img
বুদ্ধিজীবী দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য, চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবি ছাত্রদলের Dec 15, 2025
img
তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক Dec 15, 2025
img
বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে: উপদেষ্টা ফরিদা আখতার Dec 15, 2025
img
সিলেটে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Dec 15, 2025
img
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবকের Dec 15, 2025
img
আমরা ভালো করেই জানি কারা বুদ্ধিজীবীদের তুলে নিয়েছিল: মির্জা ফখরুল Dec 15, 2025
img
তারেক রহমান লন্ডনে আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন ১৬ ডিসেম্বর Dec 15, 2025
img
নাশকতা মামলায় যমুনা অয়েলের সিবিএ নেতা কারাগারে Dec 15, 2025
img
কুমিল্লায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার Dec 15, 2025
img
পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন তারেক রহমান Dec 15, 2025
img
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াত প্রার্থী, ভিডিও ভাইরাল Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে হামলায় প্রাণ গেল ১২ জনের, হামলাকারীর পরিচয় প্রকাশ Dec 15, 2025
img
৮ হাজার ৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের Dec 15, 2025
img
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা Dec 15, 2025
img
হাদির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের Dec 14, 2025
img
নারায়ণগঞ্জে জামায়াতপন্থী আইনজীবীদের তোপের মুখে সাবেক ওসি, ছাড়াল বিএনপিপন্থীরা Dec 14, 2025
img
ব্যাটে-বলে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত Dec 14, 2025
img
হাদির ঘটনায় ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন আটক Dec 14, 2025
img
বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শাকিব খানের সিনেমা করা: সাবিলা Dec 14, 2025