বলিউডের দীর্ঘদিনের জনপ্রিয় মুখ সালমান খান নিজের অভিনয় জীবন নিয়ে এবার একেবারে খোলামেলা স্বীকারোক্তি করলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যার উপস্থিতি মানেই দর্শকের উন্মাদনা, সেই অভিনেতাই জানালেন, অভিনয় এই প্রজন্ম অনেক আগেই তার হাতছাড়া হয়ে গেছে। তার স্পষ্ট বক্তব্য, তিনি নিজেকে কখনও ভালো অভিনেতা বলে মনে করেন না।
সালমানের কথায় উঠে এসেছে গভীর আত্মসমালোচনা। তিনি বলেছেন, মানুষ ভবিষ্যতে তাকে নানা ধরনের কাজে দেখতে পেতে পারেন, কিন্তু অভিনয়ের জায়গায় নয়। কারণ অভিনয়টা তার দ্বারা ঠিকভাবে হয় না বলেই তার বিশ্বাস। বরং তিনি সবসময় সেই কাজগুলোই বেছে নিয়েছেন, যেগুলো করতে তাঁর ভালো লাগে এবং যেগুলোর মধ্যে নিজেকে স্বচ্ছন্দ মনে হয়।
এই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়ে রয়েছে বর্তমান প্রজন্মের অভিনেতাদের প্রতি তার সম্মান। সালমান মনে করেন, আজকের প্রজন্ম অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি পরিশ্রমী এবং দক্ষ। সেই তুলনায় নিজেকে পিছিয়েই দেখেন তিনি। তাই খ্যাতি বা সাফল্যের আড়ালে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করাতেই তিনি বিশ্বাসী।
তারকার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ভক্তদের একাংশ বিস্মিত, কেউ আবার এই সততাকেই কুর্নিশ জানাচ্ছেন। তিন দশকের বেশি সময় ধরে যার নাম বলিউডের ইতিহাসের সঙ্গে জড়িয়ে, তাঁর মুখে এমন স্বীকারোক্তি বিনোদন দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
আরপি/এসএন