একসময় টলিউডে সবচেয়ে আলোচিত প্রেমের সম্পর্কগুলোর একটি ছিল জিৎ ও স্বস্তিকা মুখার্জির নাম। প্রায় ছয় বছর ধরে চলা এই সম্পর্ক হঠাৎই ভেঙে যায়, যা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা ঘুরে বেড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু কেন আলাদা হয়েছিল তাদের পথ?
স্বস্তিকা মুখার্জির ব্যক্তিজীবন শুরু থেকেই ছিল আলোচনায়। কৈশোর পেরিয়ে মাত্র আঠারো বছর বয়সেই পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
অল্প বয়সেই কন্যাসন্তান অন্বেষার জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে স্বামী প্রমিত সেনের ঘর ছাড়েন স্বস্তিকা। এর পরই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি।
টলিউডে পা রাখার কিছু সময় পরই জিৎ ও স্বস্তিকার পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। শোনা যায়, পরিচালক রবি কিনাগির ‘মাস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়ই তাদের সম্পর্কের শুরু। ধীরে ধীরে সেই ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হয়। টলিউডের পার্টি, ছবির প্রিমিয়ার—সব জায়গায় একসঙ্গে দেখা যেত এই জুটিকে।
প্রায় ছয় বছর একসঙ্গে কাটানোর পর হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক। কিন্তু বিচ্ছেদের সঠিক কারণ কখনোই প্রকাশ্যে আনেননি জিৎ বা স্বস্তিকা, যা জল্পনাকে আরো উসকে দেয়।
কেউ কেউ মনে করেন, স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়াই নাকি এই সম্পর্কে প্রভাব ফেলেছিল। আবার কারো মতে, জিৎ-স্বস্তিকার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্যদিকে আরো একটি মত হলো—জিতের ঘরণী হতে গেলে অভিনয় ক্যারিয়ার ছাড়তে হতো স্বস্তিকাকে, আর সে শর্তে রাজি হননি অভিনেত্রী।
যদিও সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এই বিচ্ছেদের প্রভাব শুধু তার ওপর নয়, তার মেয়ে অন্বেষা এবং পরিবারের সদস্যদের ওপরও পড়েছিল।
সেই সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আসলে আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম। আমার মেয়ে এখনো বলে, এটা তোমার দোষ ছিল। ও আজও বলে, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না।’
মেয়ের সঙ্গে বর্ষবরণের আনন্দে মাতলেন স্বস্তিকা |
স্বস্তিকা আরো জানান, অন্বেষা জিৎকে খুব পছন্দ করত। বড় হওয়ার পরেও মেয়ের মুখে সেই আফসোসের কথা শুনেছেন তিনি।
‘ও বলে, এত সুন্দর একটা পুরুষ—এ তুমি কী করলে মা!’
শুধু মেয়ে নয়, স্বস্তিকার মা ও বোনও নাকি জিতের পক্ষেই ছিলেন। অভিনেত্রীর কথায়, ‘মা আর বোন সব সময় ওর পক্ষ নিত। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। ওর কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে।’
সময়ের সঙ্গে সব সম্পর্কই বদলায়। টলিউডের এই আলোচিত প্রেম আজ অতীতের পাতায় ঠাঁই নিয়েছে। তবে জিৎ ও স্বস্তিকার সম্পর্ক ভাঙার গল্প এখনো অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রেই রয়ে গেছে।
এবি/টিকে