বিদেশি শক্তির সাথে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের দায়ে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী জিমি লাইকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সব অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তবে তার সাজ কি হবে আদালত সেটা পরে ঘোষণা করবেন।
সোমবার দোষী সাব্যস্ত করার আগে আদালতের বিচারক বলেছেন, লাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন। আদালত তাকে বিদেশি শক্তির সাথে যোগসাজশের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসাবে বর্ণনা করেছে।
৭৮ বছর বয়সি লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্র করার আলাদা একটি অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও লাই এসব অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবাসে আছেন লাই।
এর আগে জিমি লাইয়ের ঐতিহাসিক মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সোমবার রায় ঘোষণার কথা থাকলেও রোববার রাত থেকেই তার সমর্থকরা হংকং হাইকোর্টের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
এদিকে, চীন সরকারের সমালোচক লাইকে মুক্তি দেয়ার দাবিতে আন্তর্জাতিক চাপও বাড়ছে। জিমি লাই এরইমধ্যে পাঁচ বছর কারাগারে কাটিয়েছেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন জিমি। এর মধ্যে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হওযায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএস/টিকে