হিন্দি টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনের দাম্পত্য জীবনের আজ বিশেষ দিন। চার বছর আগে এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। জীবনের নানা ওঠানামা, সমালোচনা আর গুঞ্জন পেরিয়ে সেই সম্পর্ক আজও অটুট তা আরও একবার স্পষ্ট করলেন বিবাহবার্ষিকীর আদুরে উদযাপনে।
দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে চর্চার কেন্দ্রে থেকেছেন অঙ্কিতা ও ভিকি। জনপ্রিয় রিয়্যালিটি শোকে ঘিরে তাঁদের সম্পর্কের টানাপড়েন প্রকাশ্যে এসেছিল, তৈরি হয়েছিল নানা ভুল বোঝাবুঝি আর বিতর্ক। কিন্তু সেসব কাটিয়ে তাঁরা যে আবারও সুখী দাম্পত্যের পথে ফিরেছেন, তারই ঝলক মিলল এই বিশেষ দিনে।
বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে একটি আনন্দঘন ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা। সেখানে দেখা যায়, বড় আকারের কেক কেটে, নাচে-গানে নিজেদের দিনটিকে রাঙিয়ে তুলেছেন তাঁরা। হাসি, উচ্ছ্বাস আর ভালোবাসায় ভরা সেই মুহূর্তে ছিল না কোনও দ্বিধা কিংবা দূরত্ব।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় অঙ্কিতা লিখেছেন, চার বছরের একসঙ্গে পথ চলা মানে কেবল ভালো সময় নয়, বরং ওঠাপড়া, শেখা আর একে অপরের পাশে থাকার গল্প। বন্ধুত্ব ও ভালোবাসাকে সঙ্গী করে, ধৈর্যকে পাথেয় করে তাঁরা এগিয়ে গেছেন। এই চার বছর তাঁদের কাছে একে অপরের শক্তি হয়ে ওঠার প্রতীক।
অঙ্কিতার কথায় স্পষ্ট, সম্পর্ক মানে নিখুঁত হওয়া নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠা। তাই সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে তাঁরা নিজেদের মতো করেই দাম্পত্য জীবন উপভোগ করছেন। ভবিষ্যতেও আরও দীর্ঘ পথ একসঙ্গে হাঁটার প্রত্যাশার কথাও উঠে এসেছে তাঁর লেখায়।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন ভালোবাসা চিরকাল অটুট থাকুক, কেউ আবার কামনা করেছেন আগামীর পথ আরও সুন্দর হোক। সব মিলিয়ে বিবাহবার্ষিকীতে অঙ্কিতা ও ভিকির বার্তা একটাই ভালোবাসা আর বোঝাপড়াই দাম্পত্যের আসল শক্তি।
এমকে/এসএন