দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুই বছর কাটিয়ে ফেললেন দর্শনা বণিক ও সৌরভ দাস। ২০২৩ সালে সবাইকে অবাক করে নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছিলেন এই অভিনেতা-অভিনেত্রী জুটি। আজ (১৫ ডিসেম্বর) তারা পালন করছেন দ্বিতীয় বিবাহবার্ষিকী।
বিবাহবার্ষিকীতে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দম্পতি জানিয়েছেন, দাম্পত্য জীবনে পরস্পরকে স্বাধীনতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দর্শনা বলেন, ‘আমি কী পোশাক পরব, কোন চরিত্রে অভিনয় করব সব নিজে ঠিক করি।’ সৌরভও যোগ করেছেন, ‘দর্শনাও আমাকে সেই স্বাধীনতা দেয়। ও জানে, অনেক কষ্ট করে আমি এখানে পৌঁছেছি।’
একই পেশায় কাজ করার সুবিধা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন তারা।
দর্শনা হেসে বলেছেন, ‘আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু কাজের কারণে সব পূরণ হয় না। একই পেশার কারণে আমরা একে অপরের পরিস্থিতি বুঝতে পারি। তাই কেউ কোনো পারিবারিক অনুষ্ঠানে না গেলে অন্যজন মন খারাপ করেন না।’
অদ্ভুত হলেও সত্য এই তারকা দম্পতি বিয়ে ভাঙার মূল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনে করেন।
সৌরভ বলেন, ‘এখন হাতে হাতে মুঠোফোন। সবাই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন। সব মন্তব্য সবার পছন্দ হয় না। তাই আমি দর্শনাকে পরামর্শ দিই, মন্তব্য না পড়তে।’
সৌরভের কথার সঙ্গে একমত দর্শনাও।
বললেন, ‘সমাজমাধ্যমে কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে।’
এমকে/এসএন