বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার বিকেলে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘২০২৪-এর আগস্টে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম আওয়ামী লীগ আর এদেশে রাজনীতি করতে পারবে না। এই শহীদ মিনারে দাঁড়িয়েই আজ বলছি, বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমরা আওয়ামী লীগকে কখনই মেনে নেব না।’
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশকে জিম্মি করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের আর কোনো দাদাগিরি মানবে না।’
তিনি আরো বলেন, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে।
হাদি আমাদের মাঝে আর ফিরবে কিনা আমরা জানি না। কিন্তু ওসমান হাদি এদেশে লাখো হাদির জন্ম দিয়ে গেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।’
টিএ/