নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তায়েব শিকদার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তায়েব শিকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় সংঘর্ষে কয়েকজন ছাত্র ও জনতা নিহত হন। এসব ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তার নাম রয়েছে। আরও জানা যায়, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তায়েব শিকদার আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন সময়ে তার নেতৃত্বে সরকারবিরোধী মিছিল বের করার অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ দেশের একটি গণমাধ্যমকে জানান, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
ইউটি/টিএ