মেসি-কাণ্ডে মুখ পুড়েছে কলকাতার। চলছে তদন্ত। এরই মধ্যে সেদিন মেসির সঙ্গে সাক্ষাতের কারণে ট্রোলের মুখে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন মেসির সঙ্গে পোস্ট করেছেন?
‘আমার কী দোষ, আপনাদের ভিশন কি আমি ব্লক করেছি’, মেসি-কাণ্ডে মুখ খুললেন শুভশ্রী
দ্য ওয়াল ব্যুরো: মেসি-কাণ্ডে মুখ পুড়েছে কলকাতার। চলছে তদন্ত। এরই মধ্যে সেদিন মেসির সঙ্গে সাক্ষাতের কারণে ট্রোলের মুখে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন মেসির সঙ্গে পোস্ট করেছেন? কেন মাঠে গিয়েছে তা নিয়ে নোংরা মন্তব্যের শিকার হতে হচ্ছে তাঁকে। এর আগে এ নিয়ে অভিনেত্রীর স্বামী তথা তৃণমূল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী মুখ খুললেও, থানায় ট্রোলারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেও এই প্রথম মুখ খুললেন শুভশ্রী।
তিনি যা বললেন তা তুলে ধরা হল...
শুভশ্রী: অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি বাইপাসের হোটেলে গিয়েছিলাম (কলকাতার যে হোটেলে মেসি ছিলেন)। আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি আর কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন। বিভিন্ন সংস্থা থেকে অনেকেই ছিলেন, কেউ শিল্পপতি, কেউ সাংবাদিক, কেউ আমলা। আমি সাড়ে আটটা নাগাদ পৌঁছই। ১০টা নাগাদ আমার মেসির সঙ্গে দেখা হয়। আমি ছবি তুলি। যখন আমি বেরিয়ে আসছি তখন আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই তবে ওদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানা ধরনের অনুষ্ঠান ছিল। শুধু আমি নয়, ওখানে থাকার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছ, আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুধু আমাকেই কেন ডাকা হচ্ছে? এর উত্তরটা ওঁদের পিআর টিম থেকে ভাল দিতে পারবে। এরই মধ্যে আমার পিআর টিম থেকে আমার ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো পোস্ট করা হয়। আমরা খেয়াল করিনি যে ছবিগুলো পোস্ট হয়নি, কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন, ঢোকার পর যা হয়েছে তা আমি নিজের চোখে দেখেছি। মাঠে ঢুকে আমি নিজে ওঁকে দেখতে পারছিলাম না, আপনারা কী করে দেখবেন? এরপর ঝামেলা শুরু হল, আমার একটা শুটিংয়ে যাওয়ার কথা ছিল। আমার দেরি হয়ে গিয়েছিল, আমি ওখান থেকে বেরিয়ে যাই, গাড়িতে উঠি, বানতলায় শুট, ফোন দেখার সময় পাইনি। অনেকক্ষণ পর যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন দেখি আমার ছবিটা কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে।

এরপর শুরু হল ট্রোলিং। আমাকে প্রোপাগান্ডা বানিয়ে এমন একটা শুরু হল যেন মেসি যখন মাঠে ঢুকেছে তখন আমি ওঁকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা! আমি ওঁর সঙ্গে একা সেলফি তুলছিলাম? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কী দোষ? আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমি হায়াতে গিয়ে ছবি তুলেছি সেটা দোষ? যা হয়েছে একই অন্যায় তো আমার সঙ্গেও হচ্ছে! আমি একজন নারী বলে আমাকে যা খুশি বলা যায়? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন, হায়াতে শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? একটা রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে। আমাকে দেগে দেওয়া হচ্ছে টিএমসি বিধায়কের স্ত্রী, ওমুক নেতার প্রাক্তন প্রেমিকা! এটা ২০২৬! একজন নারী হয়ে আর একজন নারীকে এমনটা বলছেন? আর আমাকে নিয়ে বলছিলেন তাও সই, কিন্তু আমার দু'টো বাচ্চাকেও তো ছাড়া হচ্ছে না। তাদের বলা হচ্ছে, মেরে ফেলা হবে। মা হিসেবে সেটা তো আমি মেনে নেব না। আবার জানতে চাই, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন কি আমি ব্লক করেছি? এভাবে নিজেদের মানবিকতা হারিয়ে ফেলবেন না। ওরা কিন্তু এদের সঙ্গে যুক্ত ছিল না!"
কাতর আর্তি শুভশ্রীর। তুলেছেন একাধিক প্রশ্ন। যদিও চিঁড়ে ভেজেনি। নেটিজেনদের প্রশ্ন একটাই, "মাঠে আপনি যাবেন কেন?" তারকা হওয়ার বিড়ম্বনা যে একেই বলে!
এবি/টিকে