সেনবাগ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ বহিষ্কারাদেশ প্রত্যাহার

 বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক মো. সানা উল্লাহর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে তার অনুসারী ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। ওই চিঠিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

অনুমোদনপত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহর সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।

জানা গেছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে দলবল নিয়ে সরাসরি পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরদিন শুক্রবার (২৭ জুন) বিকেলে সেনবাগ বাজারে উপজেলা ছাত্রদলের ব্যানারে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করে ছাত্রদল নেতার কলম-চকলেট বিতরণ

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, সানা উল্লাহ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ কোনো পরিকল্পিত কাজ ছিল না, এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ফল। তারা বিষয়টি তদন্তসাপেক্ষে নিষ্পত্তির দাবি জানান এবং দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানান। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ দেশের এক গণমাধ্যমকে বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধৈর্য ধারণ করেছি এবং দলের সিদ্ধান্তের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে দল বিষয়টি বুঝতে পেরেছে। আমি আমার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশের এক গণমাধ্যমকে বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা রক্ষার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন। তবে প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্টদের বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা দেখেছি- এটি কোনো পরিকল্পিত বা সংগঠনবিরোধী কর্মকাণ্ড ছিল না, বরং একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ফল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাই মোহাম্মদ সানা উল্লাহর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করবেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ Dec 16, 2025
img
তৌহিদী জনতার নামে উড়োচিঠি দেশবিরোধীদের চক্রান্ত : ইসলামী আন্দোলন Dec 16, 2025
img
একাত্তরের পরাজিত শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে : টুকু Dec 16, 2025
img
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল Dec 16, 2025
img

সাভারে মির্জা আব্বাস

স্বাধীনতাবিরোধীরা কখনো দেশের শান্তি কামনা করেনি Dec 16, 2025
img
২৫ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেন ক্যামেরন গ্রিন Dec 16, 2025
img
বিজয় দিবস উদযাপনে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকায় ক্ষুদে শিল্পীদের চিত্রাংকন প্রতিযোগিতা Dec 16, 2025
img
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম Dec 16, 2025
img
রাজধানীতে এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা শুরু Dec 16, 2025
img
ফের আলোচনায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি Dec 16, 2025
img
হাদির ওপর হামলার ঘটনায় সামনে এলো রহস্যজনক তথ্য Dec 16, 2025
img
পর্তুগালে বিজয় দিবসের অনুষ্ঠানে গাইবেন 'জলের গানের' রাহুল আনন্দ Dec 16, 2025
img
সরকারি ৪ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ Dec 16, 2025
img

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলছে উন্নত চিকিৎসা

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, চিকিৎসকদের নজর ‘টাইম উইন্ডোতে’ Dec 16, 2025
img
স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল Dec 16, 2025
আপনার সময় কি খারাপ যাচ্ছে? Dec 16, 2025
img
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Dec 16, 2025
img
যিশু-সৌরভ প্রযোজিত প্রথম সিনেমায় বড় চমক! Dec 16, 2025
img
মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার Dec 16, 2025
img
৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক Dec 16, 2025