একটার পর এক আইনি জটিলতায় নাম জড়াচ্ছে শিল্পা শেট্টির। পর্নোগ্রাফি কাণ্ড, আর্থিক তছরুপের অভিযোগের পর এবার অভিনেত্রীর সাধের রেস্তরাঁকে ঘিরে নতুন করে শুরু হল বিতর্ক। মুম্বই নয়, এবার বেঙ্গালুরুর ‘বাস্তিয়ান’ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকে আটকও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণাটক সরকারের নির্ধারিত সময়সীমা অমান্য করে গভীর রাত পর্যন্ত খোলা রাখা হয়েছিল বেঙ্গালুরুর বাস্তিয়ান। গত ১১ ডিসেম্বর রাত দেড়টা পর্যন্ত রেস্তরাঁয় চলছিল পার্টি। সেই অভিযোগের ভিত্তিতেই কিউবন পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কর্ণাটক পুলিশ আইনের ১০৩ ধারায় দায়ের হওয়া এই মামলায় আপাতত রেস্তরাঁ কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা নতুন নয় বলেই মত অনেকে। এর আগেও বিল মেটানো নিয়ে বচসা এবং সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েছিল বাস্তিয়ান। তখনও প্রশ্ন উঠেছিল, সেলেব রেস্তরাঁ হওয়া সত্ত্বেও কেন নিয়ম মানায় এত শৈথিল্য। এবারে সময়সীমা লঙ্ঘনের অভিযোগ সেই বিতর্ককেই আরও উসকে দিল।
প্রসঙ্গত, ২০১৯ সালে শিল্পা শেট্টি যৌথ অংশীদারিত্বে বাস্তিয়ান রেস্তরাঁর যাত্রা শুরু করেন। অল্প সময়েই এই রেস্তরাঁ হয়ে ওঠে তারকাদের আড্ডার অন্যতম ঠিকানা। দামি খাবার, বিলাসী পরিবেশ আর আকাশছোঁয়া মেনুর জন্য বাস্তিয়ান আলাদা পরিচিতি পেয়েছে। একরাতে কোটি টাকার ব্যবসার কথাও শোনা যায়। চা থেকে শুরু করে বিদেশি মদ সব কিছুর দামই সাধারণ মানুষের কল্পনার বাইরে।
তবে সেই বিলাসই এবার আইনি প্রশ্নের মুখে। বেঙ্গালুরুর আউটলেটে নিয়ম ভাঙার অভিযোগে মামলা দায়ের হওয়ায় আবারও আলোচনার কেন্দ্রে শিল্পা শেট্টি। অভিনেত্রী বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু ধারাবাহিক আইনি জটিলতা যে তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলছে, তা মানছেন বিনোদন মহলের একাংশ।
আরপি/টিকে