বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, "সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা। যদি কেউ আপনার সঙ্গে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। এতে শুধু অপরের উপকার হয় না, নিজের মনও অনেক হালকা হয়।"
এই সংক্ষিপ্ত কিন্তু প্রগাঢ় বার্তা ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনের সংযোগকে তুলে ধরে। সিনেমা ও বিনোদনের জগতে, যেখানে প্রতিযোগিতা ও চাপের মাত্রা বেশি, সেখানে ক্ষমার গুরুত্ব অনেক বেশি। আমির খান নিজে বহু বার পর্দার ভেতরে ও বাইরে এই নীতিকে অনুসরণ করেছেন। তার অভিনয় ও জীবনধারায় এই দৃষ্টিভঙ্গি স্পষ্ট।
অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই বার্তাকে শেয়ার করে প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এই বাণী শুধু বিনোদনপ্রেমীদের জন্য নয়, সাধারণ মানুষও এর থেকে অনেক কিছু শিখতে পারে। ক্ষমা শুধু অন্যকে শান্তি দেয় না, নিজের অন্তরে শান্তির সঞ্চারও ঘটায়।
বলিউডে এমন বার্তাবাহী শিল্পীর উদাহরণ বিরল। আমির খানের এই দৃষ্টিভঙ্গি তাঁর ভক্তদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
আরপি/টিকে