পাপারাজ্জি দেখেই মুখ লুকিয়ে দৌড় শাহরুখ পুত্র আরিয়ানের
মোজো ডেস্ক 12:14PM, Dec 16, 2025
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি নাইটক্লাবে ‘মধ্যমা প্রদর্শন’ সংক্রান্ত আইনি জটিলতায় নাম জড়িয়ে পড়ার কিছু দিন পর সোমবার রাতে আরিয়ানকে দেখা গেছে মুখ লুকিয়ে দৌড়াতে। নিস্ঠার প্রবেশপথে পাপারাজ্জি দেখা মাত্রই তিনি নিজেকে আড়াল করে হোটেলে প্রবেশ করেন। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোহেন খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে। খানিক রাত বাড়তেই সেখানে পৌঁছান ‘ব্যাডস অফ বলিউড’-এর পরিচালক আরিয়ান। তার আগেই ছবিশিকারিরা উপস্থিত হয়ে যান। গাড়ি থেকে নামার সময় মুখ ঢেকে, তড়িৎগতিতে হোটেলের ভিতরে প্রবেশ করেন আরিয়ান। ভিডিওতে দেখা যায়, তার দুই বন্ধু প্রথমে নামলেও আরিয়ান নিজেকে আড়াল রেখে হোটেলের ভিতরে চলে যান।
এই ঘটনার পেছনে জল্পনা রয়েছে সম্প্রতি বেঙ্গালুরুর নিশিঠেক ক্লাবে তার বিরুদ্ধে মধ্যমা প্রদর্শনের অভিযোগের। সেই অভিযোগে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়ে। যদিও কলকাতা সফরে আরিয়ানকে ফটোগ্রাফির সঙ্গে কোনও সমস্যা হয়নি। তবুও মঙ্গলবার রাতে কেন পাপারাজ্জিরা দেখতেই দৌড়লেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়িয়ে এক মাস জেল কাটাতে হয়েছিল আরিয়ানকে। সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে পরিচালক হিসেবে নাম লেখালেও বিতর্ক এখনো পিছু ছাড়েনি। বলিপাড়ার সন্তানদের ‘পাপারাজ্জি এলার্জি’ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া এবার নেটপাড়ায় ভাইরাল হয়েছে।