অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের জায়গা অনেক আগেই তৈরি করেছিলেন যিশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়ে এবার নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। চলতি বছর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তুলেছেন নতুন প্রযোজনা সংস্থা। সেই সংস্থার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিই এবার মুক্তির অপেক্ষায়, আর সেই ঘোষণাতেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিচ্ছেদের পর যিশু সরে দাঁড়ান পুরনো প্রযোজনা সংস্থা থেকে। এরপর একেবারে নতুনভাবে শুরু হয় তাঁর প্রযোজনা যাত্রা। এই নতুন পথচলায় সঙ্গী হন সৌরভ দাস। তাঁদের প্রযোজনা সংস্থার নাম ‘হোয়াই সো সিরিয়াস’। পুজোর সময় এই ব্যানারে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল, যার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন যিশু। তখন থেকেই ইঙ্গিত মিলছিল, এবার বড় পর্দার ছবিও আসতে চলেছে।
অবশেষে সেই জল্পনায় সিলমোহর। যিশু-সৌরভ প্রযোজিত প্রথম ছবির নাম ‘খ্যাপা ভাস্কর’। দর্শকের থ্রিলারপ্রেম মাথায় রেখেই এই ছবির ভাবনা। ছবির পরিচালনায় রয়েছেন অংশুমান প্রত্যুষ। চিত্রনাট্য লিখেছেন সৌমিক দে। প্রধান চরিত্রে অভিনয় করছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন তৃণা সাহা, বিবৃতি চট্টোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।
ইতিমধ্যেই ছবির শুটিং সম্পূর্ণ হয়েছে। এখন চলছে মুক্তির প্রস্তুতি। সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘খ্যাপা ভাস্কর’। প্রথম ছবিতেই থ্রিলারের পথে হাঁটতে চাওয়ায় যিশু-সৌরভের প্রযোজনা সংস্থাকে ঘিরে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে।
আরপি/টিকে