নতুন বছরের শুরুতেই রুপোলি পর্দায় ফিরছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের জুটি। তবে এ বার প্রেমটা একেবারেই সহজ নয়। প্রেমের ফাঁদে পা দিতেই অঙ্কুশের জীবনে কাঁটা ফুটছে, আর সেই কাণ্ডের নেপথ্যে রয়েছেন ঐন্দ্রিলাই। বাস্তব জীবনের নয়, এই গল্প পুরোপুরি রিল লাইফের। অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ ঘিরেই এই প্রেম, হাসি আর জটিলতার গল্প।
কমেডিতে ভরপুর এই ছবির ঝলক আগেই দর্শকের মুখে হাসি ফুটিয়েছে। এ বার মুক্তি পেল ছবির নতুন গান ‘কাঁটা ফুটেসে’। বিদেশের মাটিতে শুট হওয়া এই গানে অঙ্কুশ ও ঐন্দ্রিলার রোম্যান্সই মূল আকর্ষণ। রঙিন ফ্রেম, প্রাণবন্ত নাচ আর চেনা প্রেমের আবহে গানটি ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বি শো। কণ্ঠে রুবাইয়ের সঙ্গে নিজেও গেয়েছেন তিনি। মুক্তির পর থেকেই নেটমাধ্যমে শুভেচ্ছা আর প্রতিক্রিয়ায় ভরে উঠেছে গানটি। অনেকেই বলছেন, এই গান যেন নতুন মোড়কে পুরনো দিনের বাংলা বাণিজ্যিক ছবির স্বাদ ফিরিয়ে আনছে।
গান প্রসঙ্গে অঙ্কুশ নিজেই জানিয়েছেন, এই কাজের মাধ্যমে তিনি দর্শককে আবার সেই রঙিন, প্রাণখোলা বাংলা ছবির সময়টায় ফিরিয়ে নিয়ে যেতে চান। তাঁর বিশ্বাস, ‘নারী চরিত্র বেজায় জটিল’ পুরোদস্তুর বাণিজ্যিক ছবির স্বাদ দেবে এবং দর্শকের ভালো লাগবেই।
এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পাশাপাশি রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, নবনীতা মালাকার, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেনসহ আরও অনেকে। প্রেম, ভুল বোঝাবুঝি আর হাসির মোড়কে বাঁধা এই গল্প নিয়ে ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পাচ্ছে আগামী ৯ জানুয়ারি। নতুন বছরে বাংলা ছবির দর্শকের জন্য তাই থাকছে পরিচিত জুটির নতুন প্রেমের ফাঁদ আর কাঁটাভরা মজা।
এমকে/এসএন