বহু বিতর্ক আর আলোচনার মাঝেই গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বলিউডের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে চমক দেখিয়েছে ছবিটি। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, আর মাধবনদের উপস্থিতি নজর কাড়লেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন একজনই খলনায়ক ‘রহমান ডাকাত’ রূপে অক্ষয় খান্না।
অক্ষয়ের অভিনয়, চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি থেকে শুরু করে ছবির একটি বিশেষ গানে তাঁর নাচ সব মিলিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। সোশাল মিডিয়ায় রিল স্ক্রল করলেই এখন বারবার ফিরে আসছে অক্ষয়ের উপস্থিতি। ছবির র্যাপ গান আর সেই সঙ্গে তাঁর এন্ট্রি সিকোয়েন্স কার্যত ট্রেন্ডে পরিণত হয়েছে।
এই সাফল্যের মাঝেই অক্ষয়ের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এক সময়ে ‘হামরাজ’ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করা আমিশা প্রকাশ্যে নিজের গর্বের কথা জানালেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, এতদিন যাঁরা অক্ষয়কে অবহেলা করেছিলেন, তাঁদের জন্যই এই সাফল্য এক শক্ত জবাব।
আমিশার কথায়, অক্ষয় কোনও প্রচার কৌশলের ওপর ভর করে ফেরেননি। তাঁর পারফরম্যান্সই সব কথা বলে দিয়েছে। অভিনয়ের জোরেই তিনি নিজেকে আবার প্রমাণ করেছেন, তৈরি করেছেন এক নতুন নজির। নিন্দুকদের উদ্দেশে এই প্রত্যাবর্তন যেন সপাটে এক চড়—এমনটাই ইঙ্গিত মিলেছে আমিশার বক্তব্যে।
উল্লেখযোগ্যভাবে, ছবির কাহিনি ও রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ‘ধুরন্ধর’-এর সংগীতও এখন আলাদা করে আলোচনায়। বিশেষ করে অক্ষয়ের উপস্থিতিতে তৈরি র্যাপ গান কয়েক দিনের মধ্যেই বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে আশির দশকের দর্শক—সবাই যেন নতুন করে আবিষ্কার করছেন অক্ষয় খান্নাকে।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ শুধু একটি স্পাই থ্রিলার নয়, অক্ষয় খান্নার জন্য এটি হয়ে উঠেছে শক্তিশালী কামব্যাকের মঞ্চ। আর সেই কামব্যাককে হাততালি দিয়ে স্বীকৃতি জানালেন তাঁরই সহকর্মী আমিশা প্যাটেল।
এমকে/এসএন