সারা আলি খান ও ইব্রাহিম আলি খান জীবনে অনেক লড়াই করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন বাবা সইফ আলি খান। দুই সন্তানকে বড় করতে গিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অভিনেতা। তিনি বলেন, “বাচ্চাদেরকে কষ্ট করতে দেখাই বাবা-মায়ের কাছে সবচেয়ে কঠিন বিষয়। তখন মনে হয়, আমি সব ঠিক করে দেব। কিন্তু সন্তানদের নিজেদের লড়াই করতে দেওয়া উচিত। তাদেরও নিজের যাত্রাপথ খুঁজে নেওয়া দরকার।”
সইফ আরও বলেন, সন্তানদের জীবনে একটা সময়ের পর বাবা-মায়ের হস্তক্ষেপ কমিয়ে আনা প্রয়োজন। সেই সময়ে নিজেকে মানিয়ে নেওয়া বেশ কঠিন হয়। তিনি বিশ্বাস করেন, জীবনে প্রতিষ্ঠিত হতে নিজেকেই লড়াইয়ের ময়দানে নামতে হয়।
অমৃতা সিংহের সঙ্গে তাঁর প্রথম দুটি সন্তান সারা ও ইব্রাহিম। বর্তমানে তিনি করিনা কপূর খানের সঙ্গে দাম্পত্যে রয়েছেন, তাঁদেরও রয়েছে দুই সন্তান তৈমুর ও জেহ্।
সাইফের পরামর্শ অনুযায়ী, সন্তানরা যেন সবসময় মানুষের চোখে না আসে, নিজেকে কিছুটা রহস্যে মুড়ে রাখলে ভালো। বিশেষ করে পুত্র ইব্রাহিমকে তিনি বলেছেন, বেশি প্রকাশ্যে আসা ঠিক নয়। “শুধুই ছবির পর্দায় দেখতে চাই আজকাল বাইরে বেরোলেই অভিনেতাদের ক্যামেরাবন্দি করা হয়,” বলেছেন সইফ।
উল্লেখযোগ্য, সারা বর্তমানে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালাচ্ছেন। সইফ মনে করেন, অভিনয়জগতের বাইরেও নিজের একটা জীবন থাকা প্রয়োজন।
এমকে/এসএন