‘বিগ বস্ ১৯’-এর ঘরে নিজের প্রতিপত্তির কথা বলে সকলকে চমকে দিয়েছিলেন তান্যা মিত্তল। দাবি করেছিলেন, তাঁর বিরাট বাড়ি এবং সবসময় তাঁর চারপাশে ঘুরে বেড়ান ১৫০ নিরাপত্তারক্ষী। সত্যিই কি তাই? অবশেষে জানা গেল, তান্যার বাড়ি আসলে কোথায়। সেই বাড়ি কেমন, তাও এল প্রকাশ্যে।
ঘরবাড়ি কেনাবেচা সংক্রান্ত ওয়েবসাইট সূত্রে খবর, গ্বালিয়রের পটেলনগরে তাঁর বাড়ি। তিনতলা বাড়ি। নীচের তলাটি ভাড়া দেওয়া রয়েছে একটি ব্যাঙ্ককে। একেবারে উপরে, অর্থাৎ তিনতলায় থাকেন তান্যা নিজে। সেই তলায় নিজের একটি ব্যক্তিগত কোণ রয়েছে। সেই কোণে পড়াশোনা করেন অথবা সৃজনশীল কাজে ব্যস্ত থাকেন নেটপ্রভাবী তথা অভিনেত্রী। তাঁর বসার ঘরও নজরকাড়া। হাতে আঁকা ছবি, স্থাপত্য ও নানা আকর্ষণীয় জিনিস দিয়ে সাজানো বসার ঘর।
তান্যার ঘরের দেওয়ালের রং সাদা ও ঘিয়ে। তার উপরে সাজানো নানা হাতে আঁকা ছবি। অন্দরসজ্জার জন্য বাদামি কাঠের আসবাব ব্যবহার করেছেন তিনি। ‘বিগ বস্’-এর ঘরে তান্যা দাবি করেছিলেন, তাঁর বাড়িতে লিফ্ট রয়েছে। এমনকি, তাঁর রান্নাঘরেও একটি লিফ্ট রয়েছে বলে দাবি করেছিলেন। সেই লিফ্টে করে নাকি খাবার দেওয়া-নেওয়া হয়। তবে এই লিফ্ট সত্যিই রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তান্যার ভাগ করে নেওয়া ভিডিয়োতেও দেখা যায়নি এমন কোনও লিফ্ট।
তান্যা আধ্যাত্মিক বিষয়ের নেটপ্রভাবী হিসাবে পরিচিত। তা ছাড়া পোশাক প্রসাধনী নিয়েও তিনি কনটেন্ট তৈরি করেন। নিজের ব্যবসাও রয়েছে তাঁর। ‘বিগ বস্’ থেকে বেরিয়ে তিনি অভিনয়েরও সুযোগ পাচ্ছেন। জানা যাচ্ছে, তান্যার মাসিক আয় ৬ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তান্যা মিত্তল ২ কোটি টাকার মালকিন।
এসএন