টেলিভিশনের পর্দায় যতটা নাটক, বাস্তবের মঞ্চে যেন তার চেয়েও বেশি উত্তাপ। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-কে ঘিরে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন বহুদিন ধরেই আলোচনায়। দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ছাড়ার পর নতুন অপর্ণা হিসেবে শিরিন পালের আগমন দর্শকদের মধ্যে তৈরি করেছে দ্বিধা। একদল আজও দিতিপ্রিয়াকে মিস করেন, অন্যদল আবার আর্য-অপর্ণার নতুন রোম্যান্সে খুশি।
এই আবহেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল সাম্প্রতিক অ্যাওয়ার্ড নাইট। দর্শকের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান জিতু কমল। কিন্তু পুরস্কার হাতে নিয়েই সকলকে চমকে দেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, এই সম্মান আসলে তাঁর ‘যুদ্ধের সঙ্গী’ শিরিন পালের প্রাপ্য।
জিতুর এই মন্তব্যে একাংশের অনুরাগী আবেগপ্রবণ হয়ে পড়লেও, দিতিপ্রিয়া ভক্তদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। তাঁদের যুক্তি, ধারাবাহিকের শুরুতে আর্যের পাশে ছিলেন দিতিপ্রিয়াই। জনপ্রিয়তার ভিত গড়ে উঠেছিল সেই জুটিতেই। শিরিন পালের যোগদান তুলনামূলকভাবে সাম্প্রতিক। উপরন্তু, ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিতিপ্রিয়ার হাতে কোনও পুরস্কার ওঠেনি, তিনি অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন না।
এই প্রেক্ষাপটে নিন্দুকদের প্রশ্ন, জিতুর এই সিদ্ধান্ত কি আবেগের বহিঃপ্রকাশ, না কি ইচ্ছে করেই প্রাক্তন সহঅভিনেত্রীকে কোণঠাসা করা। সাহসী অবস্থান না অপ্রয়োজনীয় মন্তব্য, সেই বিতর্কেই এখন সরগরম ছোট পর্দার দর্শকমহল।
এবি/টিকে