আগামী নির্বাচন হবে স্বাধীনতা রক্ষার লড়াই : জাকারিয়া তাহের

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেছেন, গত ১৭ বছর আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। গত বছরের ৫ আগস্ট চৌদ্দশ প্রাণের বিনিময়ে এবং হাজার হাজার ছাত্রছাত্রীর পঙ্গুত্বের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। সামনে যে নির্বাচন, সেটি হবে স্বাধীনতা রক্ষার নির্বাচন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বরুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত বিজয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। প্রতিটি পরিবার থেকে কেউ না কেউ ত্যাগ স্বীকার করেছে। যুদ্ধের সময় এমন পরিবার খুব কম ছিল, যাদের পরিবারের কেউ না কেউ কষ্ট ভোগ করেনি। সবার ত্যাগের বিনিময়েই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে ধরে রাখা আরও বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের এই দেশে যেন স্বাধীনতা না থাকে, সে জন্য ষড়যন্ত্র চলছে। নির্বাচন যেন না হয়, সে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আপনারা কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবেন না। আমরা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এটি তাদের অধিকার। বাংলাদেশে যেন গণতন্ত্র আগামী শতশত বছর ধরে টিকে থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। যেন আমাদের ভোটাধিকার আর কেউ কেড়ে নিতে না পারে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজ আবার দেশের ক্রান্তিকালে তারই সুযোগ্য উত্তরসূরি, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব ডাক দিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, কিন্তু তিনি কোনো দিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা কাউকে খেলতে দেব না।

বিএনপির এই নেতা আরও বলেন, আজও একটি দল আছে যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না এবং পাকিস্তানিদের সঙ্গে মিলে স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজও তারা বিজয় দিবসকে বিশ্বাস করে না, মানে না। জীবনে কোনো দিন তারা বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা ২১ ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। তারা কিসে বিশ্বাস করে? তারা পাকিস্তানে বিশ্বাস করে। আমরা পাকিস্তান হতে চাই না, আমরা ভারত হতে চাই না। আমরা শুধু বাংলাদেশ হতে চাই। আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মানবো না। আজকের এই বিজয় দিবসে এটাই আমাদের অঙ্গীকার। এই নির্বাচন একটি যুদ্ধ। বিএনপি সরকার দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়েছে। যত সরকারই এসেছে, বিএনপি সরকার ছাড়া এ দেশকে কেউ এগিয়ে নিতে পারেনি। আগামীতেও দেশকে রক্ষা করতে হলে বিএনপির কোনো বিকল্প নেই।

এ সময় বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল Dec 17, 2025
যে ইবাদত শীতকালে করা যায় | ইসলামিক টিপস Dec 17, 2025
নোরা ফাতেহির নাচে মাতাল কণার ‘মেহেন্দি’ Dec 17, 2025
img
শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণায় তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন Dec 17, 2025
img
অপ্রত্যাশিত দৃশ্য নিয়ে মুখ খুললেন মাধুরী Dec 17, 2025
img
ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের Dec 17, 2025
img
অস্কারের দৌড়ে আরও একধাপ, সংক্ষিপ্ত তালিকায় ‘হোমবাউন্ড’! Dec 17, 2025
img
জিয়াউর রহমানের সমাধিতে এ্যাবের শ্রদ্ধা Dec 17, 2025
img
আইপিএল নিলামে রেকর্ড গড়ার পরদিন শূন্যে আউট ক্যামেরন গ্রিন Dec 17, 2025
img
অভিনেত্রী আয়েশাকে ‘বডিশেমিং’ করে তোপের মুখে ভারতী Dec 17, 2025
img
ব্রিটেনের সাথে ৪,১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র Dec 17, 2025
img
জন্মদিনে প্রকাশ্যে বলিউড অভিনেতা জন আব্রাহামের ভাবনা Dec 17, 2025
img
আরও ৩ হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ Dec 17, 2025
img
ধারাবাহিক শেষ হতেই আধ্যাত্মিক পথে অভিনেত্রী দিব্যাণী! Dec 17, 2025
সৌম্য ট্যান্ডন খুললেন অক্ষয়ের সঙ্গে দৃশ্যের আসল গল্প Dec 17, 2025
img
কলকাতার বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার Dec 17, 2025
img
থাইল্যান্ডের নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন পেলেন থাকসিনের ভাতিজা Dec 17, 2025
img
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন Dec 17, 2025
img
আত্মসম্মানেই জীবনের আসল সৌন্দর্য: সুস্মিতা সেন Dec 17, 2025
img
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকেলে Dec 17, 2025