বলিউডের অপেক্ষিত যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার ২’ আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, রাশ্মিকা মান্দানা, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টী।
নির্মাতাদের দাবি, এই ছবিই হবে দেশের সর্বকালের সবচেয়ে বড় মাপের যুদ্ধভিত্তিক ছবি।
সানি দেওলকে এই ছবির জন্য সর্বাধিক পারিশ্রমিক দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, তিনি গত বছর ‘গদর ২’-এর জন্য ৫০ কোটি টাকা পেয়েছিলেন; ‘বর্ডার ২’-এ আরও বেশি হতে পারে।
বরুণ ধাওয়ান প্রথমবার সৈনিক চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর পারিশ্রমিক প্রায় ১০ কোটি টাকা। রাশ্মিকা মান্দানার পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা।
পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও শুরুর সমালোচনা ও বাধার পরও ছবিতে অংশ নিয়েছেন। তার পারিশ্রমিক প্রায় ৫ কোটি টাকা।
আহান শেট্টীও ছবিতে সৈনিক চরিত্রে অভিনয় করছেন; তাঁর পারিশ্রমিকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট ও রাজস্থানের লঙ্গেওয়ালা অঞ্চলের সীমান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিক্যুয়েল, যা আগের ‘বর্ডার’ ছবির ধারাবাহিকতা বজায় রাখবে।
আরপি/এসএন