ওপার বাংলার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই পরিমিতিবোধ, পেশাদারিত্ব আর ব্যক্তিগত জীবনের ভারসাম্যকে গুরুত্ব দিয়ে চলেন। সম্প্রতি নিজের কাজের দর্শন ও পারিবারিক মূল্যবোধ নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। তাঁর কথায় স্পষ্ট, অভিনয়ের জগতে দীর্ঘদিন টিকে থাকার নেপথ্যে রয়েছে শৃঙ্খলা, দায়বদ্ধতা আর পরিবারের কাছ থেকে শেখা জীবনবোধ।
কোয়েল জানালেন, তাঁর বাবা সব সময়ই একজন পারিবারিক মানুষ। সংসার ও কাজের মধ্যে কীভাবে ভারসাম্য রাখতে হয়, সেই শিক্ষাটা তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। বাবাকে দেখেই জীবনের নানা দায়িত্ব সামলে চলার অভ্যাস গড়ে উঠেছে তাঁর। সেই অভিজ্ঞতাই আজ তাঁর পেশাগত জীবনে বড় ভূমিকা নিচ্ছে।
অভিনয়ের প্রসঙ্গে কোয়েলের বক্তব্য আরও স্পষ্ট। ক্যামেরার সামনে দাঁড়ালেই তিনি নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন। তাঁর কাছে অভিনয় শুধুই পেশা নয়, দর্শকের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। প্রেক্ষাগৃহে বসে দর্শক যে সময় ও অর্থ ব্যয় করেন, তা যেন কখনও বৃথা না যায় এই ভাবনাই তাঁকে প্রতিটি দৃশ্যে সেরাটা দেওয়ার অনুপ্রেরণা দেয়।
অভিনেত্রীর এই মন্তব্যে ফের একবার উঠে এল তাঁর পেশাদার মানসিকতার ছবি। ব্যক্তিগত জীবন, পারিবারিক শিক্ষা আর অভিনয়ের প্রতি দায়িত্ববোধ সব মিলিয়েই কোয়েল মল্লিক আজও বাংলা বিনোদন জগতে এক বিশ্বাসযোগ্য নাম।
আরপি/এসএন