মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান দুই দেশেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। যদিও ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর, তবু আলো কেড়ে নিয়েছেন অক্ষয় খান্না। ‘রহমান ডাকাত’ চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসায় ভাসছে।
এর পাশাপাশি ছবিতে অক্ষয়ের একটি বিশেষ নাচের দৃশ্যও দারুণভাবে নজর কেড়েছে। এমনকী অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসা করে স্মৃতি ইরানি দাবি করেছেন, এই ছবির জন্য অক্ষয়ের ‘অস্কার’ পাওয়া উচিত।
তবে পর্দার সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে কঠিন শুটিংয়ের গল্প। ছবির একটি আবেগঘন দৃশ্যে সহ-অভিনেত্রী সৌম্য ট্যান্ডনের হাতে টানা সাতবার চড় খেতে হয়েছিল অক্ষয়কে!
দৃশ্যটিতে দেখানো হয়—দুই গ্যাংয়ের সংঘর্ষে তাদের বড় ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে ছুটে আসেন সৌম্য। ছেলের মৃত্যুর জন্য স্বামী অক্ষয়কেই দায়ী করে আবেগের বশে তাঁর গালে চড় মারেন তিনি। যদিও বাস্তবে এই দৃশ্যটি করতে গিয়ে বিপাকে পড়েন সৌম্য। বারবার চেষ্টা করেও ঠিকমতো চড় মারতে পারছিলেন না।
শেষমেশ সাহস সঞ্চয় করে মারতে শুরু করলে দেখা যায়, অক্ষয় নিজেই প্রতিবার রিটেক চাইছেন!
সৌম্য জানান, পরিচালক আদিত্য ধর ও অক্ষয়—দু’জনেই চাইছিলেন দৃশ্যটি যেন একেবারে বাস্তব মনে হয়। সেই কারণেই একের পর এক রিটেক চলে। শেষ পর্যন্ত সাত নম্বর চড়েই মিলল মনের মতো শট। তখনই থামতে বলেন অক্ষয়।
এসএন