টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসময় অভিনয় থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে বিচ্ছেদ-পরবর্তী মানসিক যন্ত্রণা ও জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী।
একটি জনপ্রিয় শোয়ে সঞ্চালক দেবশঙ্কর হালদারের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, প্রেমের কারণে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তখন আমার জীবনের ফোকাস পুরোপুরি শিফট করে গিয়েছিল, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত ছিল।
সঞ্চালকের প্রশ্নে, কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে-এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, যে কারণে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সেই সম্পর্কটাই আর থাকল না, তখন বুঝলাম জীবনটা কতটা অনিশ্চিত। তবে আমি আফসোস করি না যে চারটে বছর নষ্ট করেছি। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটাই শেয়ার করতে চাইতাম। ডেফিনিটলি ওরা বুঝতে পারত।
বিচ্ছেদের পর দেবকে কী বলেছিলেন-এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যে সময় আমি একেবারে জিরো হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই মানুষটিকে বলেছিলাম-আমার জীবনে কোনও ইনসিকিউরিটি নেই, কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। সেই সময় থেকেই আমার ক্যারিয়ার নতুন মোড় নেয়।
উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সময় দেব-শুভশ্রীর প্রেমের সূত্রপাত। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সঙ্গেই গভীর হয় তাদের সম্পর্ক। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়, তবে জীবনের সেই অধ্যায় আজও দর্শকের কৌতূহলের কেন্দ্রে।
কেএন/টিএ