শাকিব খান অভিনীত চলতি বছরের ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘বরবাদ’-এ তারই মুখে ‘জিল্লু মাল দে’ সংলাপটি ব্যাপকভাবে আলোচিত হয়। দেশের আনাচে-কানাচে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এই সংলাপটি! রিল লাইফের এই জনপ্রিয় সংলাপ এবার রিয়েল লাইফে শোনা গেল শাকিবের মুখে!
মঙ্গলবার রাতে এসকে ফিল্মসের ফেসবুকে ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের পোস্ট করা একটি রিলসে দেখা যায়, একজনকে শাকিব জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? উত্তরে তিনি বলেছেন, জিল্লু। তখন উপস্থিত সবাই শাকিবকে অনুরোধ করেন জিল্লুকে নিয়ে সেই সংলাপটি দিতে!
রিল লাইফের মতো করে শাকিব বলছেন, “এই জিল্লু, মাল দে…।” শাকিবের মুখে এই সংলাপ শুনে উপস্থিত সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায় ভিডিও ক্লিপে! পরে শাকিব বলেন, শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে। যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।
রিয়েল লাইফে শাকিবের মুখে দেওয়া এই সংলাপটি নজরে এসেছে ‘বরবাদ’ সিনেমায় আরিয়ান মির্জার পিএস চরিত্রে অভিনয় করা জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্যের। ইন্সটাগ্রামে এই ভারতীয় অভিনেতা মন্তব্য করেছেন, “জান হাজির আরিয়ান মির্জা স্যার!” এরপর তিনি শাকিবকে মেনশন করে লাভ ইমুজি দেন।
জানা যায়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শো-তে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানেই তিনি ‘জিল্লু মাল দে’ সংলাপ দিয়ে সবাইকে মাতিয়ে তোলেন। ওই আয়োজনে নিজের ক্যারিয়ারে আমূল পরিবর্তন নিয়েও কথা বলেছেন বাংলা সিনেমার এই ‘কিং খান’।
এসএন