৩০ কোটি রুপি, অর্থাৎ ৪০ কোটি টাকারও বেশি আইভিএফ জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাটকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার তাকে সস্ত্রীক ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে রাজস্থানের একটি আদালত।
ছবি বানানোর নামে এক চিকিৎসকের থেকে ৩০ কোটি রুপি নিয়েছিলেন পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী। এরপর সেই চিকিৎসক মামলা করলে গত ৭ ডিসেম্বর মুম্বাইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে সস্ত্রীক পরিচালককে গ্রেপ্তার করা হয়।
এরপর তারা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেনি। তাদেরকে উদয়পুরের সেন্ট্রাল জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন বলে গ্রেপ্তারির আগে দাবি করেছিলেন পরিচালক।
বলে রাখা ভালো, মুম্বাইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. অজয় মুরদিয়ার তার প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেন।
গত বছরের ২৫ এপ্রিল মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে দেখা হয় পরিচালক বিক্রম ভাট-সহ তার গোটা টিমের সঙ্গে বৈঠক হয় চিকিৎসকের। ওই বৈঠকে ছিলেন পরিচালকের স্ত্রী শ্বেতাম্বরী ভাট।
৩০ কোটি রুপি বিনিয়োগ করে ২০০ কোটি ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। একটি পয়সাও ফেরত পাননি চিকিৎসক।
তারপরই তিনি আইনের দ্বারস্থ হন।
এসএন