কস্টিউম ডিজাইনার্স গিল্ড (CDG)-এর মর্যাদাপূর্ণ ‘স্পটলাইট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন হলিউড তারকা কেট হাডসন।
ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিশেষ সম্মাননা দেওয়া হয় সেসব অভিনয়শিল্পীকে, যাদের ক্যারিয়ারে কস্টিউম ডিজাইন কেবল পোশাকেই সীমাবদ্ধ নয়—বরং চরিত্র নির্মাণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
কেট হাডসনের অভিনয় মানেই শুধু সংলাপ বা আবেগ নয়; তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে পোশাকের ভাষা, চরিত্রের অন্তর্গত রং ও সময়ের স্পর্শ।
পর্দায় যে চরিত্র দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়, তার পেছনে কস্টিউম ডিজাইনারদের সৃজনশীল অবদানকে আলোকিত করতেই এই স্পটলাইট অ্যাওয়ার্ড প্রদান করে কস্টিউম ডিজাইনার্স গিল্ড।
সেই তালিকায় এবার যুক্ত হলো কেট হাডসনের নাম।
এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন অ্যামি অ্যাডামস, অ্যাঞ্জেলা বাসেট, অ্যানেট বেনিং, হ্যালি বেরি, কেট ব্ল্যাঞ্চেট, গ্লেন ক্লোজ, অ্যান্ড্রু গারফিল্ড, অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরন, কেরি ওয়াশিংটন, নাওমি ওয়াটস এবং সর্বশেষ জো সালডানা। সেই মর্যাদাপূর্ণ সারিতে এবার স্থান পেলেন হাডসন।
পুরস্কার ঘোষণার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়ে কেট হাডসন বলেন, ‘চরিত্রের আত্মা খুঁজে পেতে পোশাকের ভূমিকা অপরিসীম।
কস্টিউম ডিজাইনার্স গিল্ডের কাছ থেকে এই স্পটলাইট অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য ভীষণ অর্থবহ। আমার পুরো ক্যারিয়ারে কস্টিউম ডিজাইনাররা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সহযোগী তারাই চরিত্রকে শুধু পর্দায় নয়, অনুভূতিতে বাঁচিয়ে তুলেছেন।’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, প্রখ্যাত ডিজাইনার বেটসি হেইম্যান ও ক্যারেন প্যাচের সঙ্গে কাজ করা তার অভিনয়জীবনের অন্যতম সমৃদ্ধ অভিজ্ঞতা। হাডসনের কথায়, ‘কস্টিউম ডিজাইনাররা আসলে গল্পকার।
প্রতিটি চরিত্রে তারা শিল্প, উদ্দেশ্য আর হৃদয়ের ছাপ রেখে যান, যা একজন অভিনেতাকে ভেতর থেকে অনুপ্রাণিত করে।’
জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ‘দ্য এবেল অব লস অ্যাঞ্জেলেস’-এ জমকালো আয়োজনে কেট হাডসনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
একই অনুষ্ঠানে নয়টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি উদযাপিত হবে ফ্যাশন, গল্প ও সিনেমার এক অনন্য মিলনমঞ্চ।
উল্লেখ্য, বর্তমানে কেট হাডসন অভিনয় করছেন হিউ জ্যাকম্যানের সঙ্গে পরিচালক ক্রেইগ ব্রুয়ারের মিউজিক্যাল ড্রামা ‘সং সং ব্লু’ সিনেমায়। ফোকাস ফিচার্স প্রযোজিত এই ছবিতে তিনি অভিনয় করছেন আর্নেস্তো মার্টিনেজ নামের এক পারফর্মারের ভূমিকায়।
এমকে/এসএন