টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী, যিনি তার সোজাসাপ্টা কথা এবং আধুনিক চিন্তাধারার জন্য পরিচিত, বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক ভাঙা নিয়ে সমাজের প্রচলিত ধারণা বদলাতে চাইলেন। আজকাল ডিভোর্সের হার বৃদ্ধি নিয়ে যখন প্রবীণরা চিন্তিত, তখন মিমি বিষয়টিকে দেখলেন এক সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে।
মায়ের উদ্বেগের জবাবে মিমি বলেন, "মা একদিন বলছিলেন, 'আজকাল এত সংসার ভেঙে যাচ্ছে।' আমি মাকে বলেছিলাম-মা, সংসার ভেঙে যাচ্ছে না, মানুষ শুধু সঠিক দিকটাই বেছে নিচ্ছে।"
মিমির মতে, একটি অসুখী বা বিষাক্ত সম্পর্কে আজীবন আটকে থাকার চেয়ে তা থেকে বেরিয়ে আসা অনেক বেশি সম্মানের। সম্পর্ক ভাঙাকে তিনি 'ব্যর্থতা' বা 'সংসার ভাঙা' হিসেবে না দেখে, বরং নিজের ভালো থাকার জন্য 'সঠিক সিদ্ধান্ত' হিসেবেই চিহ্নিত করেছেন।
তার এই মন্তব্য আজকের প্রজন্মের স্বাধীনচেতা মানসিকতা এবং মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়ার কথাই তুলে ধরে।
এমআর/টিএ