অভিনয়জীবনের পথ যে কখনো সোজা নয়, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন অভিনেতা প্রতীক সেন। জীবনের ব্যর্থতা ও সফলতার তুলনা টেনে তিনি বললেন, এই যাত্রা অনেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো। কেউ প্রথমবারেই সাফল্যের ছক্কা হাঁকান, আবার কাউকে বারবার চেষ্টা চালিয়ে যেতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরে প্রতীক সেন ইঙ্গিত দিয়েছেন, অভিনয়জগতে টিকে থাকা কিংবা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো মানে শুধু একবারের চেষ্টায় সব পেয়ে যাওয়া নয়। বারবার হোঁচট খাওয়া, আবার উঠে দাঁড়ানো আর নিজেকে নতুন করে প্রস্তুত করাই এই পথের বাস্তবতা। তার কথায় ধরা পড়েছে অপেক্ষা, ধৈর্য আর না ছাড়ার মানসিকতা।
এই সংক্ষিপ্ত বক্তব্যে কোনো অভিযোগ নেই, নেই হতাশার ভাষাও। বরং আছে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়তা। প্রথম পরীক্ষায় সফল না হলেও চেষ্টা থামিয়ে না দেওয়ার যে বার্তা, তা অনেক তরুণ শিল্পীর নিজের জীবনের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন। অভিনয়কে যাঁরা স্বপ্ন হিসেবে দেখেন, তাদের কাছে প্রতীক সেনের এই উপলব্ধি হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প।
আরপি/এসএন