মহান বিজয় দিবসে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিজয় মিছিল জনসমুদ্রে রূপ নেয়। কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ দলে দলে যোগ দেন সেই বিজয় মিছিলে। পুরো উপজেলার সব রাস্তাঘাটে জনজোয়ার এসে মিশে যায় ওই মিছিলে। প্রায় পাঁচ কিলোমিটার সড়কপথে এটি ছিল স্মরণকালের সর্ববৃহৎ জনজোয়ার।
বিজয় মিছিল হাত তুলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার শপথ করান বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
মঙ্গলবার বিকালে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজন করে এই স্মরণকালের সর্ববৃহৎ বিজয় র্যালির। আর এ বিজয় র্যালিতে নেতৃত্ব দেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
পেছনে নজিরবিহীন জনস্রোত রেখে সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে বুক টান করে এগিয়ে যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
বিকাল সোয়া ৪টার দিকে ইটনা উপজেলা সদরের বিজয় কেতন মোড় থেকে স্মরণকালের ওই সর্ববৃহৎ র্যালিটির যাত্রা শুরু হয়। ইটনা উপজেলা সদর এবং বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার সড়কপথ মিশে যায় বিজয় কেতন মোড় এলাকায়। সৃষ্টি হয় জনসমুদ্রের। বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আর সাধারণ মানুষের উপচেপড়া ঢলের সৃষ্টি হয়।
বিজয় র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফজলুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। ফজলুর রহমান তার বক্তৃতায় বলেন, আমরা বিজয়ী জাতি। ৫৪ বছর পর পরাজিতরা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে এসেছে। আমি জানি, আগামী দিনেও আমাদের বিজয় হবে।
ইটনা সরকারি কলেজ মাঠে গিয়ে বিজয় র্যালিটি শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত সবাইকে হাত তুলে মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে অবিচল থাকার শপথবাক্য পাঠ করান।
বিজয় র্যালিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম মমিন, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
ইউটি/টিএ