জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এনসিপি ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে হুমকি আসছে। জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার কোনও ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচন এমনভাবে আয়োজন করা হচ্ছে, যেখানে প্রশাসনের কোনও স্পষ্ট রূপরেখা নেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে সামান্তা শারমিন বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ নয়। রুমিকে আগে থেকেই হুমকি দেয়া হয়েছিল এবং তিনি বুলিংয়ের শিকার হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যুকে এনসিপি স্বাভাবিকভাবে নিচ্ছে না। এনসিপি ও শহিদ পরিবারের ওপর ধারাবাহিকভাবে হুমকি আসছে। দিল্লি, রাওয়ালপিন্ডি ও আমেরিকার স্বার্থ রক্ষা করা হচ্ছে এতে আচরণ পক্ষপাতমূলক হয়ে উঠছে। নির্বাচনব্যবস্থা ও সংস্কারের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তার বিপক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে দলগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
এমআর/টিএ