স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ বাঁধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এর আগে সিরাজদিখান উপজেলার ৫টি বিদ্যালয়ের নতুন ভবন এবং ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন ভালো ভাবেই হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহবস্থানে থাকে তাহলে সেটা আরও ভালো হবে।
ইউটি/টিএ