ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনীদের ফেরত দেয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শোকাহত নই, আমরা হাদিকে ধারন করি। তার অসমাপ্ত লড়াই আমরা চালিয়ে যাবো। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন হাদি শুরু করেছিলো। ১৯৭১ সালের পর থেকেই আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে ভারত। আমরা এখন আর ব্যর্থ হবো না।
গণতান্ত্রিক দেশ গড়ার লড়াই আমাদের উল্লেখ করে নাহিদ বলেন, নিয়মতান্ত্রিক আর গণতান্ত্রিক উপায়ে আমাদের সংগ্রাম চলবে। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলবে। যদি কারো গায়ে গুলি পড়ে, তবে প্রতিরোধ করা হবে। জুলাই আন্দোলনেও আমরা এই কথা বলেছিলাম। আমরা ঐক্যবদ্ধ হলে কেউ পরাজিত করতে পারবো না। সবাই ঐক্যবদ্ধ থাকবো, দায়িত্বশীল থাকবো। অনেক সাবোটেজ করার পরিকল্পনা আছে। আমাদেরকে কেউ যেনো ব্যবহার না করতে পারে এসব ব্যপারে সতর্ক থাকতে হবে।
নাহিদ উল্লেখ করেন, সব সামাজিক, রাজনৈতিক মঞ্চ একত্রে দাঁড়ান। আগামীকাল কর্মসূচি দেওয়া হবে। সবার সাথে কথা বলে কর্মসূচি ঠিক করা হবে। খুনীদের ফেরত দেয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না৷ একইসাথে ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলেও জানান তিনি।
শাহবাগে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, কেউ বাড়ি ফিরে যাবো না। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে কেউ কেউ ফায়দা নিতে পারে। এসব ব্যপারে সতর্ক থাকতে হবে। সারাদেশে দুর্বার আন্দোলন চলবে। আপনারা নেমে আসুন। অবস্থান নিন। আমরা মাঠে আছি এবং থাকবো।
এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যদি যুদ্ধ হয়, যদি রক্ত ঝরে, তবে এই দেশের মানুষের সাথে কেউ পারবে না। যদি হাদির খুনীকে না ফিরিয়ে দেয়া হয়, তবে লড়াই আরও তীব্র হবে। হাদির লড়াই চালিয়ে যেতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। জুলাই ছাত্র জনতা আবারও সংগঠিত রাখায় হয়েছে। হাদির খুনীদের বাংলাদেশের মানুষের কাছে হস্তান্তর নানকরা পর্যন্ত লড়াই চলবে।
এসএস/টিএ