কলকাতার বিনোদন অঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী লাবণী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি শিল্পজগতের বর্তমান বাস্তবতা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়, সৃজনশীলতার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অথচ সেই রাজনীতিই শিল্পাঙ্গনে ঢুকে ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে।
লাবণী সরকারের মতে, একসময় অভিনয়জগৎ ছিল পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা আর সহযোগিতার জায়গা। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক ছিল আন্তরিক, কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকত প্রতিযোগিতা। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। রাজনীতির অনুপ্রবেশে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, কমে গেছে মানবিক আদান-প্রদান। কে কোন বলয়ে আছেন, কোন মতাদর্শের সঙ্গে যুক্ত এসব বিষয়ই এখন অনেক সময় কাজ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে ইঙ্গিত দেন তিনি।
এই অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, শিল্পকে শিল্পের জায়গায় রাখতে না পারার ফলেই নষ্ট হচ্ছে সৃজনশীল পরিবেশ। তিনি মনে করেন, রাজনীতি যখন শিল্পের নিয়ন্ত্রক হয়ে ওঠে, তখন প্রতিভা ও যোগ্যতার মূল্য কমে যায়। এর প্রভাব পড়ে নতুন প্রজন্মের শিল্পীদের ওপরও, যারা একটি সুস্থ ও অনুপ্রেরণামূলক পরিবেশে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
লাবণী সরকারের এই মন্তব্য ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এই প্রশ্নগুলো নিয়ে এখনই খোলাখুলি আলোচনা প্রয়োজন, যাতে শিল্পাঙ্গন আবারও ফিরে পায় তার মানবিক ও সৃজনশীল রূপ।
আরপি/এসএন