বিয়ে নিয়ে প্রচলিত জাঁকজমক আর অতিরিক্ত খরচের সংস্কৃতির বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ব্যক্তিগত মতামত প্রকাশ করে তিনি জানান, বিয়েকে ঘিরে মানুষের অযথা অর্থব্যয়ের প্রবণতা তাকে বিরক্ত করে। তার মতে, এই খরচের বেশির ভাগই অপ্রয়োজনীয় এবং জীবনের বাস্তব প্রয়োজনের সঙ্গে এর কোনো মিল নেই।
শ্রুতি হাসান মনে করেন, সম্পর্কের গুরুত্ব ভালোবাসা ও বোঝাপড়ায়, বাহ্যিক আয়োজন বা সামাজিক প্রদর্শনে নয়। তাই ভবিষ্যতে যদি তিনি বিয়ের সিদ্ধান্ত নেন, তবে সেটি হবে নিবন্ধিত বিবাহ। কারণ, আইনগত ও সামাজিক দায়বদ্ধতা পূরণে এটুকুই যথেষ্ট বলে বিশ্বাস করেন তিনি। বিয়ের নামে লোক দেখানো আয়োজন বা আড়ম্বরকে তিনি সময় ও অর্থের অপচয় হিসেবেই দেখেন।
তার এই বক্তব্যে স্পষ্ট, আধুনিক প্রজন্মের একাংশ বিয়ে নিয়ে নতুনভাবে ভাবছে। শ্রুতির মতো তারকার মুখে এমন মন্তব্য সমাজে প্রচলিত বিয়ের ধারা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কেউ কেউ তার বক্তব্যকে বাস্তব ও যুক্তিসংগত বলছেন, আবার অনেকে একে সাহসী অবস্থান হিসেবেও দেখছেন।
বিনোদন অঙ্গনে বরাবরই নিজের স্পষ্টভাষী মনোভাবের জন্য পরিচিত শ্রুতি হাসান। বিয়ে নিয়ে তার এই মতামতও সেই ধারারই অংশ, যেখানে ব্যক্তিগত পছন্দ ও বাস্তবতাকে তিনি সামাজিক চাপের ঊর্ধ্বে রাখতে চান।
আরপি/এসএন