বলিউডে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর নেটপাড়া কুপোকাত করছেন অক্ষয় খান্না। ছবিতে তাঁর ‘রহমান ডাকাত’ চরিত্রটি দর্শক নেতৃত্বে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স সকলেই এই চরিত্রকে ঘিরে আলোচনা তুঙ্গে।
নেপথ্যের গল্প তুলে ধরলেন নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানান, প্রথমে এই চরিত্রের জন্য অনেক নামের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু দীর্ঘ বাছাই পর্বের পরই সিদ্ধান্ত হয় অক্ষয় খান্নার ওপর। মুকেশের স্মৃতিচারণ, অক্ষয় স্ক্রিপ্ট শুনতে আসেন একাই, এবং গল্প শোনার পর তার প্রতিক্রিয়া ছিল আন্তরিক “দারুণ লেগেছে, মজা এসে গেছে ভাই।”
মুকেশ ছাবরা আরও বলেন, অনেক অভিনেতা স্ক্রিপ্ট পড়ার পর যোগাযোগও রাখেন না, কিন্তু অক্ষয় সম্পূর্ণ ভিন্ন। তিনি নিজের কথার প্রতি দায়বদ্ধ, যা বলেন তা পালন করেন। ছবিতে তাঁর অভিনয় এবং ‘FA9LA’ গানের তালে নাচ দর্শকদের মন জয় করেছে।
‘ধুরন্ধর’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। অক্ষয় খান্না ও রণবীর সিং ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সারা অর্জুন, অর্জুন রামপাল ও রাকেশ বেদি। অক্ষয়ের এ অভিনয় তার নেটপ্রেজেন্সকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং নেটপাড়া এখন পুরোপুরি ‘রহমান ডাকাত’-এর দাপটে কুপোকাত।
আরপি/এসএন