ভারতীয় অভিনেত্রী পায়েল সরকার জীবনের মূল্য ও সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করেছেন। তিনি বলেন, “সম্পর্ক থেকে জীবন অনেক দামি। জীবন থাকলে বহু মানুষের আনাগোনা থাকবে। যাঁরা থাকার নয়, তারা চলে যাবেই। তবে থেকে যাওয়া মানুষরাই আসল প্রিয়জন।”
পায়েল সরকারের এই মন্তব্যে ব্যক্তিগত জীবনের বাস্তবতা এবং মানবিক সংযোগের গুরুত্ব ফুটে উঠেছে। তার মতে, জীবনে অনেক মানুষ আসে যায়, কিন্তু যাঁরা কঠিন সময়ে পাশে থাকে, তাঁদেরই প্রকৃত মূল্য দেওয়া উচিত। সামাজিক ও পেশাদার জীবনের ব্যস্ততায় এই উপলব্ধি সকলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
এছাড়াও পায়েল সরকারের ভাবনা আধুনিক বিনোদন জগতে সম্পর্ক ও সততার মূল্য উপলব্ধির উদাহরণ হিসেবে ধরা যেতে পারে।
আরপি/এসএন